In this post we are share শুভ নববর্ষ  ১৪২৪ এসএমএস , শুভ নববর্ষের কবিতা, শুভ নববর্ষ  ১৪২৪ SMS,  Subho Noboborsho ১৪২৪ Bengali SMS,  Subho Noboborsho 1424 Bengali Wishes,  Subho Noboborsho ১৪২৪ Quotes In Bengali. 
Subho Noboborsho Wishes


কোন্ দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল? 

কোন্ দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল? 

কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটেরে? 

সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে 

শুভ নববর্ষ   ১৪২৪

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে - এই বাংলায় 

হয়তো মানুষ নয় - হয়তো বা শাঁখচিল শালিকের বেশে, 

হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের দেশে 

 শুভ নববর্ষ    ১৪২৪

একদিন পৃথিবীর পথে আমি ফেলিয়াছি, আমার শরীর 

নরম ঘাসের পথে হাঁটিয়াছে; বসিয়াছে ঘাসে 

দেখিয়াছে নক্ষত্রের জোনাকিপোকার মতো কৌতুকের অমেয় আকাশে 

খেলা করে; নদীর জলের গন্ধে ভরে যায় ভিজে স্নিগ্ধ তীর 

অন্ধকারে; পথে পথে শব্দ পাই কাহাদের নরম শাড়ির, 

স্লান চুল দেখা যায়; সান্ত্বনার কথা নিয়ে কারা আসে 

ধূসর কড়ির মতো হাতগুলোনগ্ন হাত সন্ধ্যার বাতাসে 

দেখা যায়: হলুদ ঘাসের কাছে মরা হিম প্রজাপতিটির 

  শুভ নববর্ষ   ১৪২৪

এই পৃথিবীতে এক স্থান আছেসবচেয়ে সুন্দর করুণ : 

সেখানে সবুজ ডাঙা রে আছে মধুকূপী ঘাসে অবিরল; 

সেখানে গাছের নাম : কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল; 

সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ; 

সেখানে বারুণী থাকে গঙ্গাপসাগরের বুকে, – সেখানে বরুণ 

কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গীরে দেয় অবিরল জল; 

সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল, 

সেইখানে লক্ষ্ণীপেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট, তরুণ; 

  শুভ নববর্ষ   ১৪২৪


আমার কাতর চোখ, আমার বিমর্ষ ম্লান চুল 

এই নিয়ে খেলা করে: জানে সে যে বহুদিন আগে আমি করেছি কি ভুল 

পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে, 

পউষের শেষ রাতে আজো আমি দেখি চেয়ে আবার সে আমাদের দেশে 

ফিরে এল; রং তার কেমন তা জানে অই টসটসে ভিজে জামরুল, 

নরম জামের মতো চুল তার, ঘুঘুর বুকের মতো অস্ফুট আঙুল; – 

পউষের শেষ রাতে নিমপেঁচাটির সাথে আসে সে যে ভেসে 

শুভ নববর্ষ   ১৪২৪

সকালে কাকের ডাকে আলো আসে, চেয়ে দেখি কালো দাঁড়কাক 

সবুজ জঙ্গল ছেয়ে শুপুরির- শ্রীমন্তও দেখেছে এমন : 

যখন ময়ূরপঙ্খী ভোরের সিন্ধুর মেঘে হয়েছে অবাক, 

সুদূর প্রবাস থেকে ফিরে এসে বাংলার শুপুরির বন 

দেখিয়াছে- অকস্মাৎ গাঢ় নীল : করুণ কাকের ক্লান্ত ডাক 

শুনিয়াছে- সে কত শতাব্দী আগে ডেকেছিল তাহারা যখন

শুভ নববর্ষ   ১৪২৪

কত ভোরে- দু’-পহরেসন্ধ্যায় দেখি নীল শুপুরির বন 

বাতাসে কাঁপিছে ধীরে;- খাঁচার শুকের মতো গাহিতেছে গান 

কোন এক রাজকন্যা- পরনে ঘাসের শাড়ি- কালো চুলে ধান 

বাংলার শালিধান- আঙিনায় ইহাদের করেছে বরণ, 

হৃদয়ে জলের গন্ধ কন্যার- ঘুম নাই, নাইকো মরণ 

তার আর কোনোদিন- পালঙ্কে সে শোয় নাকো, হয় নাকো স্লান, 

লক্ষ্ণীপেঁচা শ্যামা আর শালিখের গানে তার জাগিতেছে প্রাণ- 

সারাদিন- সারারাত বুকে রে আছে তারে শুপুরির বন; 

  শুভ নববর্ষ   ১৪২৪

কোথায় ডাকে দোয়েল-শ্যামা  ফিঙে নাচে গাছে গাছে? 

কোথায় জলে মরাল চলে,  মরালী তার পাছে পাছে? 

বাবুই কোথা বাসা বোনে,  চাতক বারি যাচে রে? 

সে আমাদের বাংলাদেশ,  আমাদেরই বাংলা রে!

  শুভ নববর্ষ   ১৪২৪

 
Top